আজকাল ওয়েবডেস্ক: খাবারে বিষক্রিয়ার জের! মধ্যপ্রদেশের ইন্দোরে এক আশ্রমের খাবার খেয়ে ৪ নাবালক মৃত্যু হল। সোমবার দুই নাবালকের মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় ১২ জনকে। মঙ্গলবার আরও দুই নাবালক প্রাণ হারিয়েছে। বিকেলের মধ্যে আরও ৯ জনকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ নাবালকদের ঘনঘন বমি, ডায়রিয়ার মতো উপসর্গ রয়েছে। প্রাথমিক অনুমান, আশ্রমের খাবারে বিষক্রিয়ার জেরেই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। যদিও পুলিশ চারটি মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তারপরেই মৃত্যুর সুস্পষ্ট কারণ জানা যাবে।
প্রশাসন সূত্রে খবর, শ্রী যুগপুরুষ ধামের বাল আশ্রমে ২০০ র বেশি শিশু, নাবালক থাকে। অনেকেই বিশেষভাবে সক্ষম, অনাথ। দীর্ঘদিন ধরেই এই আশ্রমে রয়েছে তারা। কীভাবে এতজন নাবালক একসঙ্গে অসুস্থ হল, তা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। খাদ্য দপ্তরের তরফে আশ্রমের খাবারের গুণমান খতিয়ে দেখা হচ্ছে।